Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
খলিশাডাঙ্গা নদী
বিস্তারিত

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী স্থানে উপজেলার বৃহত্তম, নগর ইউনিয়ন। উত্তর প্রান্তে বড়াইগ্রাম,মাঝগ্রাম, পুর্ব প্রান্তে জোনাইল, চান্দাই, দক্ষিন প্রান্তে গোপালপুর ইউনিয়ন এবং পশ্চিম প্রান্তে লালপুর উপজেলার কদিমচিলান , দোয়ারিয়া ইউনিয়ন। মোট জনসংখা ৪৩,৪৫৪জন প্রায়, ইউনিয়নের পশ্চিম প্রান্ত দিয়া বিশ্বরোড, কয়ান বড়াইগ্রাম কয়ান জোনাইল ৩০ কিঃ মিঃ পাকা রাস্তা যোগাযোগের অন্যতম মাধ্যম, উপজেলার বৃহত্তর নদী খলিশাডাঙ্গা প্রায় ১২কিঃ মিঃ এই খলিশাডাঙ্গা নদীটি এক সময় অত্যন্ত গভির ছিল এখানে অনেক মাছ পাওয়া যেতো । এখান থেকে মাছ আহরন করে অনেক জেরে পরিবার তাদের জীবিকা নির্বাহ করতো কিন্তু বর্তমানে নদীর গভীরতা কমে যাওয়ায় বর্ষাকালেও পানি থাকে না। যাহার কারনে এখন আর বেশি মাছ পাওয়া যায় না। এভাবে যদি আর ১০-১২ বছর চলতে থাকে তাহলে এই নদী ভরাট হয়ে তার গভীরতা হারাবে পানি পাওয়া যাবে না। এ খানে কোন মাছ উৎপাদন হবে না, এবং সর্বপরি প্রচুর পরিমান পানি না থাকার কারনে  কৃষি ভৃত্তিক এই ইউনিয়নটি মরুভূমীতে পরিনত হবে। সেচ কার্যাদী পরিচালনা করতে না পারলে ফসর উৎপাদন হবে না এবং কৃষিতে তা ব্যপক প্রভাব পরবে। তাই সরকার যদি এই নদীটাকে একটু খনন কাজ করে গভীরতা তৈরী করে তাহলে নগর ইউনিয়নের প্রায় ৪৩,৪৫৪ জনগন উপকৃত হইবে। এছাড়াও পচা বড়াল প্রায় ৩কিঃমিঃ মরা বড়াল প্রায় ১৫কিঃমিঃ এলাকায় বেষ্টিত, নদী মাতৃক ইউনিয়ন হিসাবে পরিচিত। উত্তর এলাকার পানি নিস্কাশন কল্পে চিনিডাঙ্গা বিল হইতে মরা বড়াল নদী হইয়া একটি নতুন খাল(প্রায় ৫কিঃ মিঃ) খনন করিয়া খলিশাডাঙ্গা এবং চিকনাই নদীর সঙ্গে সংযোগ করা হইয়াছে যাহা কাটা গাঙ্গ হিসাবে পরিচিত। সাতইল এবং চিনিডাঙ্গা বিলের অংশবিশেষ নগর ইউনিয়নে অবস্থিত। ঠেঙ্গামারা,বোয়ালিয়া, পাতিয়ার, চাড়ালের বিল সহ আরও কয়েকটি বিল আছে। পাঙ্গিয়ারদিঘী নামক একটি বিশাল দিঘী আছে। (প্রায় ১০০ একর সরকারী খাস সম্পতি) উক্ত স্থানে মৎস্য অভয়ারণ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি প্রকল্পের কাজ চলিতেছে। ইউনিয়নে নদী খাল বিল পুকুরে বর্ষার শেষ সময় প্রচুর মৎস্য পাওয়া যায়, প্রায় চারশত মৎস্যজীবি পরিবার উক্ত মৎস্য আহরণ করিয়া  এলাকার চাহিদা পুরণ শেষে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া জিবিকা নির্বাহ করিয়া থাকে। মরা নদী খাল বিল সহ অনেক সরকারী জলাশয় পড়ে আছে,ৃ উদ্দ্যোগ গ্রহন করিলে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে পারে।