নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী স্থানে উপজেলার বৃহত্তম, নগর ইউনিয়ন। উত্তর প্রান্তে বড়াইগ্রাম,মাঝগ্রাম, পুর্ব প্রান্তে জোনাইল, চান্দাই, দক্ষিন প্রান্তে গোপালপুর ইউনিয়ন এবং পশ্চিম প্রান্তে লালপুর উপজেলার কদিমচিলান , দোয়ারিয়া ইউনিয়ন। মোট জনসংখা ৪৩,৪৫৪জন প্রায়, ইউনিয়নের পশ্চিম প্রান্ত দিয়া বিশ্বরোড, কয়ান বড়াইগ্রাম কয়ান জোনাইল ৩০ কিঃ মিঃ পাকা রাস্তা যোগাযোগের অন্যতম মাধ্যম। এই বিপুল পরিমান জনসংখ্যার চাহিদা অনুযায়ী এই ইউনিয়নে পচুর পরিমানে খাদ্যদব্যাদী উৎপাদন হয়। আর এগুলো ক্রয়বিক্রয় করার জন্য হাট বাজারের প্রয়োজন নিম্নে হাট বাজারের নাম প্রদত্ত হইলো।
হাট ও বাজারের তালিকা
১। নগর হাট ও বাজার (১নং ওয়ার্ডে অবস্তিত)
২। বড়দেহা হাট ও বাজার (৩নং ওয়ার্ডে অবস্তিত)
৩। কুরশাইট হাট ও বাজার (৩নং ওয়ার্ডে অবস্তিত)
৪। বাঘাট হাট ও বাজার (৫নং ওয়ার্ডে অবস্তিত)
৫। মেরীগাছা হাট ও বাজার (৬নং ওয়ার্ডে অবস্তিত)
৬। সাহেব হাট ও বাজার (৭নং ওয়ার্ডে অবস্তিত)
৭। ধানাইদহ হাট ও বাজার (৮নং ওয়ার্ডে অবস্তিত)
৮। কয়েন বাজার (৮নং ওয়ার্ডে অবস্তিত)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস