Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পাঙ্গিয়ারদিঘী
Location
২নং ওয়ার্ড় ৪নং নগর ইউনিয়ন, উপজেলা: বড়াইগ্রাম, জেলা: নাটোর।
Transportation
বনপাড়া উপজেলা হইতে বাস অথবা সিএনজি,অটোরিক্সা যোগে কয়েন বাজার এসে নামতে হবে। তারপর নসিমন বা করিমন অথবা রিক্সাযোগে ২নং ওয়ার্ড় এর থানাইখাড়া গ্রামে যেতে হবে এবং সেখান থেকে পাঙ্গিয়ার দিঘীতে যাওয়া যাবে।
Details

নগর ইউনিয়নের পাঙ্গিয়ারদিঘী নামক একটি বিশাল দিঘী আছে। (প্রায় ১০০ একর সরকারী খাস সম্পতি) উক্ত স্থানে মৎস্য অভয়ারণ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি প্রকল্পের কাজ চলিতেছে। এই দিঘিটি নগর ইউনিয়নের একটি গুরুত্ব স্থান। এখানে থেকে অনেক পরিবারের্ মৎস্য আহরন করে জীবিকা নির্বাহ করে থাকে। সরকার যদি এই স্থানটির প্রতি একটু নজর দেয় তাহলে এটি নগর ইউনিয়নের একটি পর্যটন স্থান হিসেবে বিবেচিত হতে পারে ।