Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

 

বিশেষ সভার কার্য্যবিবরনী

৪নং নগর ইউনিয়ন পরিষদ, বড়াইগ্রাম, নাটোর। 

 

                   স্থান- ইউ,পি কায্যালয়            তারিখঃ- ৩০/০৫/২০১৩           সময়ঃ-   ১১.০০ ঘটিকা

 

উপস্থিত সদস্য গনের নাম                                   পদবী                                             স্বাক্ষর

 

সংযুক্ত কপিতে স্বাক্ষরিত

 

 

 

আলোচ্য সুচিঃ-১

পূর্ববর্তী সভার কায্য-বিবরণী পাঠ ও অনুমোদন

            অদ্যকার সভা জনাব এম.এম শামসুজ্জোহা ইউপি চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে সভা আরম্ভ করা হইল। সভায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সভার কায্যক্রম শুরু করিলেন। সভায় পূর্ববর্তী সভার কায্য-বিবরণী পাঠ শেষে কোন প্রকার আপত্তি না থাকায় সর্ব-সম্মতিক্রমে অনুমোদন করা হইল।

 

আলোচ্য সুচিঃু ২

২০১৩-২০১৪ অর্থ বৎসরের ইউ,পি বাজেট অনুমোদন প্রসঙ্গে

           সভায় জনাব চেয়ারম্যান সাহেব জানান ইতিপূর্বে সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩-২০১৪ অর্থ বৎসরের ইউ,পি খসড়া বাজেট ইউ,পি সদস্যগণের নিকট প্রেরণ করা হইয়াছে।

           সভায় জনাব মোঃ আঃ কাদের মন্ডল ইউনিয়ন জনগুরুত্বের কথা বিবেচনা করে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ সম্পূর্ন করার প্রস্তাব করেন।          

           সভায় ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ধানাইদহ হাইরোড হতে কলেজ পর্যন্ত রাস্তা সংস্কারের প্রস্তাব করেন।

           সভায় উন্মুক্ত আলোচনায় জনাব চেয়ারম্যান সাহেব উপস্থিত জনগনের বিভিন্ন প্রশ্নের বাস্তব সম্মত জবাব প্রদান করেন।

           সভায় সহকারী ভূমি কমিশনার জনাব মোঃ সারওয়ার আলম উন্মুক্ত বাজেট জনগনের মধ্যে উপস্থাপন করার জন্য জনাব চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন কর্মান্ডে জনগনের অংশগ্রহনের ভূমিকা আলোচনা করেন। হোল্ডিং ট্যাক্স প্রদান করা, ট্যাক্সের বিনিময় নাগরিক সেবা আদায় ও তাদের নায্য অধিকার গ্রহনের জন্য জনগনকে সচেতনা বৃদ্ধির জন্য বিভিন্ন উপদেশ প্রদান করেন। তিনি বর্তমান তথ্য প্রযুক্তির গুরুত্ব বর্ননা করেন। সর্বশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।

          সভায় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, বড়াইগ্রাম, নাটোর মহোদয় উন্মুক্ত বাজেট সভায় বিগত বছরের সম্পূর্ন হওয়া সকল প্রকল্প উপস্থাপন করার সাহসী পদক্ষেপের জন্য জনাব চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানান। তিনি ওয়ার্ড পর্যায়ে জনগনের গুরুত্বের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সকল প্রকল্প বাস্তবায়ন করতে জন অংশগ্রহন নিশ্চিতের জন্য সকলের প্রতি আহবান জানান। দূযোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বাজেট সভায় উপস্থিত হওয়ায় জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

            সভাপতি সাহেব দ্বিতীয় প্রস্তাব করেন যে, ৪নং নগর ইউ,পির আওতায় ২০১৩-২০১৪ অর্থ বৎসরের আনুষঙ্গিক আয়-ব্যয় বিবেচনা পূর্বক প্রয়োজনীয় সংশোধন করিয়া জনসাধারণের উপস্থিতিতে ইউ,পি সচিব মোঃ রায়হান শেখ উন্মুক্ত বাজেট পেশ করেন। উক্ত বাজেটের আয়-ব্যয় বিস্তারিত আলোচনা অন্তে অত্র সভায় অনুমোদন করিয়া চুড়ান্ত অনুমোদনের নির্মিত্তে উর্ধতন কর্মকর্তা বরাবর দাখিল করিবার জন্য সভায় উপস্থিত সকল সদস্যগনের সর্ব-সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করিয়া জনাব চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করা হয়।

 

             সভায় আরকোন আলোচনা না থাকায় জনাব সভাপতি সাহেব সদস্যদের সুখ-শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা

               করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।

 

 

সাধারণ সভার কার্য্যবিবরনী

৪নং নগর ইউনিয়ন পরিষদ, বড়াইগ্রাম, নাটোর। 

 

                   স্থান- ইউ,পি কায্যালয়            তারিখঃ-    ১০/০৬ /২০১৩           সময়ঃ-   ১২.০০ ঘটিকা

 

উপস্থিত সদস্য গনের নাম                                   পদবী                                             স্বাক্ষর

 

১/ এম, এম শামসুজ্জোহা 

২/ মোছাঃ নাসরীন পারভীন

৩/ মোছাঃ সাবিনা ইয়াসমিন

৪/ মোঃ আঃ গফুর মোল­া                                                                 ৫/ মোঃ লোকমান হোসেন                                                          

৬/ মোঃ মোজাহারুল ইসলাম                                                            

৭/ মোঃ সাহাব উদ্দিন                                                             

৮/ মোঃ আঃ মান্নান                                                            

৯/ মোঃ নজরুল ইসলাম মকুল    

১০/ ছাদেক আলী                                                        

১১/  মোঃ আঃ মান্নান

ইউপি চেয়ারম্যান

৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্যা

৭,৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্যা

১ নং ওয়ার্ড সদস্য

২ নং ওয়ার্ড সদস্য

৪ নং ওয়ার্ড সদস্য

৫ নং ওয়ার্ড সদস্য

৬ নং ওয়ার্ড সদস্য

৭ নং ওয়ার্ড সদস্য

৮ নং ওয়ার্ড সদস্য

৯ নং ওয়ার্ড সদস্য

 

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

স্বাক্ষরিত

 

আলোচ্য সুচিঃ-১

পূর্ববর্তী সভার কায্য-বিবরণী পাঠ ও অনুমোদন

            অদ্যকার সভা জনাব এম, এম শামসুজ্জোহা ইউপি চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে সভা আরম্ভ করা হইল। সভায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সভার কায্যক্রম শুরু করিলেন। সভায় পূর্ববর্তী সভার কায্য-বিবরণী পাঠ শেষে কোন প্রকার আপত্তি না থাকায় সর্ব-সম্মতিক্রমে অনুমোদন করা হইল।

 

আলোচ্য সুচিঃ-২

স্থাবর সম্মত্তি হস্থান্তর কর ১% ম্যাচিং বিষয়কঃ

 

           সভায় জনাব চেয়ারম্যান সাহেব জানান যে স্থাবর সম্মত্তি হস্থান্তর কর ১% ম্যাচিং এর অর্থ পাওয়ার সম্ভনা আছে, অর্থ প্রাপ্তির সাপেক্ষ প্রকল্প গ্রহণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা প্রয়োজন। তিনি আরও জানান উপজেলার নির্দেশনা অনুযায়ী দৃর্শমান প্রকল্প গ্রহন করিতে হইবে। বিষয়টি বিস্তারিত আলোচনা  অন্তে উপস্থিত সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে নিম্ন বর্ণিত প্রকল্প গ্রহণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

 

১/  প্রকল্পের নামঃ নগর ইউনিয়নে বিভিন্ন রাস্তায় পানি নিষ্কাশনের জন্য রিং পাইপ স্থাপন প্রকল্প।

     বরাদ্দের পরিমান=১,০০,০০০/-

প্রকল্প বাস্তবায়ন কমিটি

১/ মোঃ নজরুল ইসলাম               ইউপি সদস্য                         প্রকল্প সভাপতি

২/ মোঃ আঃ সালাম                     শিক্ষক                               প্রকল্প সেক্রেটারী

৩/ মোঃ লোকমান                        গন্যমান্য                            প্রকল্প সদস্য

৪/ মোঃ আঃ লতিব মন্ডল                গন্যমান্য                           প্রকল্প সদস্য               

৫/ মোছাঃ আফরোজা                   সমাজসেবী                           প্রকল্প সদস্য

 

২/ প্রকল্পের নামঃ নগর ইউনিয়নে গরীব কৃষকদের মধ্যে স্প্রে-মেশিন বিতরন প্রকল্প।

বরাদ্দের পরিমান=৯৩,১৫৫/-

প্রকল্প বাস্তবায়ন কমিটি

১/ মোঃ আঃ মান্নান                   ইউ, পি সদস্য                     প্রকল্প সভাপতি

২/ মোঃ মসলেম হাজী                সমাজসেবক                         সেক্রেটারি

৩/ মোঃ গোলাম মোস্তফা             শিক্ষক                                 সদস্য

৪/ মোঃ বকুল হোসেন               ইমাম                                   সদস্য

৫/ মোছাঃ সখিনা বেগম             সমাজসেবী                       প্রকল্প সদস্য

 

 

আলোচ্য সুচিঃ-৩

১৩টি স্থায়ী কমিটি প্রসঙ্গে।

 

         সভায় জনাব চেয়ারম্যান সাহেব জানান যে, ষ্ট্যান্ডিং কমিটি গঠনের পর প্রতি দুইমাসে কমপক্ষে একটি করে সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ কমিটি গুরুত্বের সঙ্গে কায্যক্রম পরিচালনা করছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জরুরী ভিত্তিতে সকল কমিটির সভা পরিচালনার সিদ্ধান্ত সভায় সর্ব-সম্মতিক্রমে গ্রহণ করা হয়।

আলোচ্য সুচিঃ-৪

ট্যাক্স আদায় প্রসঙ্গে।

 

       সভায় ইউপি সচিব মোঃ রায়হান শেখ জানান যে রাজস্ব আয় বৃদ্ধি না হইলে ইউনিয়ন পরিষদের সংস্থাপন ব্যয় যেমন বিদ্যুৎ বিল, ইউপি সদস্যদের সম্মানী ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে না। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন প্রচার প্রচারনা, নাটকের মাধ্যমে ট্যাক্স প্রদানের জন্য জনগনকে উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত সভায় সর্ব সম্মতি ক্রমে গ্রহন করা হয়।

 

         সভায় আরকোন আলোচনা না থাকায় জনাব চেয়ারম্যান সাহেব উপস্থিত সকলের সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।

     

 

                                                                                            সভাপতির স্বাক্ষর